
যশোরের ঝিকরগাছা বদররুদ্দীন মুসলিম বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
সোমবার (২৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পত্রে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন করা হলো।
চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি হলো- সভাপতি ইমরান হাসান সামাদ নিপুন, সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সদস্য মো. বেনজির আহমেদ, অভিভাবক সদস্য মো. মাসুদুর রহমান।
এক প্রতিক্রিয়ায় ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন বলেন, আমি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। বিদ্যালয়টি নিয়ে আমার অনেক স্বপ্ন। যদি কখনও সুযোগ পাই বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবো। এজন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ঝিকরগাছার গণ্যমান্য ব্যক্তিবর্গের দোয়া ও সহযোগিতা চাই।
সাম্প্রতিকবাংলাদেশ/এন
স্টাফ রিপোর্টার 









