প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৯:২৬ পি.এম
গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষা, ইবি কেন্দ্রে উপস্থিত ৯৬ শতাংশ

সারাদেশে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য 'সি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে উপস্থিত ছিলো ৯৬.১৮ শতাংশ পরীক্ষার্থী । শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলে। পরীক্ষা শেষে ইবি কেন্দ্রে সি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন পরীক্ষার্থী উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ইবি কেন্দ্রে পরীক্ষা দিতে মোট ১ হাজার ৩১০ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ২৬০ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এ দিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তায় ও শৃঙ্খলা বজায় রাখতে আনসার, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত করা হয়। বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যাটজট নিয়ন্ত্রণে রাখা হয় ট্রাফিক পুলিশ। একই সঙ্গে যে কোনো অনিয়ম রুখতে ক্যাম্পাসের অভ্যন্তরে ভ্রাম্যমাণ আদালত স্থাপন করা হয়। ভর্তিচ্ছুদের সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের হেল্প ডেস্ক স্থাপন করা হয়। এ ছাড়া অভিভাবকদের জন্য স্থাপন করা হয় অভিভাবক কর্নার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিয়েছে। কোথাও কোনো অসংগতি দেখতে পাইনি। আশা করছি সবার সহযোগিতায় আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
প্রসঙ্গত, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে এবার ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। আগামী ২ মে 'বি' ইউনিট (মানবিক) ও ৯ মে 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১১ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বার্তাকণ্ঠ/এন
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.