
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) American Society for Microbiology (ASM) Student Chapter এর আয়োজনে “Scientific Writing & Publishing” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ৩১৯ কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালার আসাদুজ্জামান আসাদের সঞ্চালনার সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এ.কে.এম. নজমুল হুদা। মূল প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ASM কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম এবং ৬০ এর বেশি শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
মূল প্রশিক্ষক ও প্রধান অতিথি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, 'যতই বুদ্ধিবৃত্তিক গবেষণা হোক,যদি তা সুগঠিত ও স্বচ্ছ ভাষায় উপস্থাপিত না হয়, তাহলে তার প্রভাব অর্ধেকেই সীমাবদ্ধ থাকে। গবেষণার সার্থকতার জন্য লেখা হতে হবে স্পষ্ট, সংক্ষিপ্ত ও প্রমাণভিত্তিক।”
বিশেষ অতিথি ASM কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম তার বলেন, 'যে গবেষকরা নৈতিক মানদণ্ড মেনে চলেন, তারাই বিজ্ঞান জগতে দীর্ঘস্থায়ী অবদান রাখতে পারে। আজকের কর্মশালা সেই নৈতিক ভিত্তি আরও সুদৃঢ় করবে।'
সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম. নজমুল হুদা বলেন, 'ASM-এর মিশন মাইক্রোবায়োলজির মাধ্যমে সমাজের উন্নয়ন এবং এ ধরনের কর্মশালা সেই মিশন বাস্তবায়নে দিকনির্দেশনা যোগায়।'
এরপর ২০২৪ এর সাবেক সভাপতি শোভন সাহা ও সেক্রেটারি আবু রেজা বিগত কমিটির স্বীয় অর্জন এবং চ্যাপ্টারের গত বছরের উল্লেখযোগ্য কর্মকাণ্ড উপস্থাপন করেন। তাদের উজ্জ্বল স্মৃতিচারণায় উপস্থিতরা অতীতের সাফল্য পুনরুজ্জীবিত হয়ে ওঠে। এই কর্মশালায় প্রবীণদের বিদায় ও নবীনদের অভিষেক হয়।
নবনির্বাচিত ২০২৫ টিমের অভিষেকে বর্তমান সভাপতি আমিন খান শুভ বলেন, 'আজকের কর্মশালা আমাদের একাডেমিক ও প্রফেশনাল জার্নিকে আশা করি আরো ত্বরান্বিত করবে। ASM চ্যাপ্টারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমন স্কিল দেয়া, যা গবেষণা থেকে শুরু করে ক্যারিয়ার-সব ক্ষেত্রেই কাজে লাগবে। প্রাক্তন টিমের অবদান চিরস্মরণীয়, আমরা আশা করি আমাদের বর্তমান টিম এটিকে দেশের সেরা ASM চ্যাপ্টারে পরিণত করব।'