
যশোরের ঝিকরগাছায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদে আজ সকালে গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে গদখালী বাবুপাড়া মোড় থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে আলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। আজ বিকেলে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।