
শরীয়তপুরের গোসাইরহাটে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মুন্নি আক্তার নামের এক শিক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী গ্রামে এমন চিত্র দেখা যায়। মুন্নি আক্তার ওই গ্রামের কাশেম মৃধার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে মুন্নি সবার ছোট। সোমবার ভোরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান তার মা জলেখা। মায়ের লাশ ঘরে রেখেই কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন এ শিক্ষার্থী।
মুন্নির চাচি কমলা বলেন, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন আমার জা। আজ ভোরে তিনি মারা যান। মুন্নির মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে গিয়েছে। মুন্নি বাড়িতে আসলে তার মাকে কবর দেওয়া হবে।
গোসাইরহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা আহম্মেদ সাব্বির সাজ্জাদ বলেন, বিষয়টি জানতে পেরে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সার্বক্ষণিক খোঁজ খবর রাখার চেষ্টা করেছি। ওই পরীক্ষার্থীদের সান্ত্বনা দিয়েছি। তাদের পরীক্ষা ভালো হয়েছে।