সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি-সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশনের শয়নকক্ষ থেকে শামীম রেজা সাজু (৩১) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীম রেজা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে।

পুলিশ জানায়, শামীম রেজা যোগদানের পর থেকেই গত ছয়মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বসবাস করে আসছেন। আজ সকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম রেজার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, শামীম রেজা সাজু বেশ কয়েক মাস আগে দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন। পারিবারিক কলহের কারণে তিনি কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতের যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, শামীমের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশনের শয়নকক্ষ থেকে শামীম রেজা সাজু (৩১) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীম রেজা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে।

পুলিশ জানায়, শামীম রেজা যোগদানের পর থেকেই গত ছয়মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বসবাস করে আসছেন। আজ সকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম রেজার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, শামীম রেজা সাজু বেশ কয়েক মাস আগে দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন। পারিবারিক কলহের কারণে তিনি কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতের যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, শামীমের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।