প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৮:৩৪ পি.এম
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদকব্যবসায়ী বিপ্লব গ্রেপ্তার

যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব হোসেন ওরফে বাবু (৪৩) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৬ এপ্রিল) র্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল রাত নয়টার দিকে যশোর শহরের কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিপ্লব হোসেন যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার ফারুক হোসেন ওরফে শিরুর ছেলে।
র্যাব জানায়, বিপ্লব হোসেন দীর্ঘদিন ধরে যশোরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ২০১৭ সালে ১২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন তিনি। ওই মামলায় ১১ মাস জেল খাটার পর জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত তাকে ঘটনার প্রমাণসাপেক্ষে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
পলাতক থাকাকালে বিপ্লব দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানায় র্যাব। অবশেষে র্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত বিপ্লব হোসেনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা এবং একটি মারামারির মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.