সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তরমুজ লাল না হওয়ায় বিক্রেতাকে কুপিয়ে জখম

ছবি-সংগৃহীত

চুয়াডাঙ্গায় তরমুজ লালের পরিবর্তে সাদা হওয়ায় বিক্রেতাসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের ফেরিঘাট সড়কের লোহাপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা ব্যক্তিরা হলেন-চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার আমিরুল ইসলাম (৩৭) ও বেলগাছি গ্রামের রুবেল হোসেন (৩৫)। আহতদের মধ্যে আমিরুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার সকালে তরমুজ কেনা নিয়ে এক ক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্রেতা আমিরুল। ঘটনার জেরে রাতে ফের হামলার শিকার হন তিনি ও তার বন্ধু রুবেল।

আহত আমিরুল জানান, রাতে বন্ধু রুবেলের সঙ্গে মোটরসাইকেলে বড়বাজার এলাকায় গেলে কয়েকজন যুবক তাদের পথরোধ করে এলোপাতাড়ি হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের জখম করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল গণমাধ্যমকে বলেন, দুইজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমিরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অথবা রাজশাহীতে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

ওসি খালেদুর রহমান আরও জানান, ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

তরমুজ লাল না হওয়ায় বিক্রেতাকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৫:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় তরমুজ লালের পরিবর্তে সাদা হওয়ায় বিক্রেতাসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের ফেরিঘাট সড়কের লোহাপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা ব্যক্তিরা হলেন-চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার আমিরুল ইসলাম (৩৭) ও বেলগাছি গ্রামের রুবেল হোসেন (৩৫)। আহতদের মধ্যে আমিরুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার সকালে তরমুজ কেনা নিয়ে এক ক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্রেতা আমিরুল। ঘটনার জেরে রাতে ফের হামলার শিকার হন তিনি ও তার বন্ধু রুবেল।

আহত আমিরুল জানান, রাতে বন্ধু রুবেলের সঙ্গে মোটরসাইকেলে বড়বাজার এলাকায় গেলে কয়েকজন যুবক তাদের পথরোধ করে এলোপাতাড়ি হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের জখম করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল গণমাধ্যমকে বলেন, দুইজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমিরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অথবা রাজশাহীতে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

ওসি খালেদুর রহমান আরও জানান, ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।