
যশোরের শার্শার বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় ও বুরুজ বাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।
এতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরকে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদকে বোর্ড কর্তৃক বুরুজ বাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।