সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন

  • যশোর প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : ০৮:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ছবি-ভিডিও থেকে

যশোর প্রতিনিধি।।

যশোরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে নিহতের স্ত্রী ও আরেক মেয়েসহ ৩ জন। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে সাড়ে ৫ টার দিকে যশোরের পুলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার মজগুন্নীর রুবেল হোসেন (৩৪) ও তার মেয়ে ঐশী (১০)। আহতরা হলেন- নিহত রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও তাদের ছোট মেয়ে তায়েবা (৪), পথচারী যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামের ওসমান (১৯)।

আহত জেসমিন জানান, তার বাবার বাড়ি শার্শা উপজেলার বহিলাপোতা থেকে স্বামীর বাড়ি খুলনার উদ্দেশ্যে যাওয়ায় পথে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে তারা বহিলাপোতায় গিয়েছিলেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান জানান, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই রুবেল হোসেনের মেয়ে ঐশী মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে রুবেল হোসেনও মারা যান। রুবেলের স্ত্রী জেসমিন ও তার ছোট মেয়ে তায়েবা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পথচারী ওসমানকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা,পুলিশ এসে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন

প্রকাশের সময় : ০৮:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

যশোর প্রতিনিধি।।

যশোরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে নিহতের স্ত্রী ও আরেক মেয়েসহ ৩ জন। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে সাড়ে ৫ টার দিকে যশোরের পুলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার মজগুন্নীর রুবেল হোসেন (৩৪) ও তার মেয়ে ঐশী (১০)। আহতরা হলেন- নিহত রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও তাদের ছোট মেয়ে তায়েবা (৪), পথচারী যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামের ওসমান (১৯)।

আহত জেসমিন জানান, তার বাবার বাড়ি শার্শা উপজেলার বহিলাপোতা থেকে স্বামীর বাড়ি খুলনার উদ্দেশ্যে যাওয়ায় পথে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে তারা বহিলাপোতায় গিয়েছিলেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান জানান, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই রুবেল হোসেনের মেয়ে ঐশী মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে রুবেল হোসেনও মারা যান। রুবেলের স্ত্রী জেসমিন ও তার ছোট মেয়ে তায়েবা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পথচারী ওসমানকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা,পুলিশ এসে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।