
বগুড়া প্রতিনিধি
ফসলের মাঠে ছাগল চরানোর সময় ধানক্ষেতে নিয়ে এক নববধূকে ধর্ষণচেষ্টা মামলায় হিরোন সেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) বিকেলে বগুড়ার ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। হিরোন শেখ উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের ইসমাইল শেখের ছেলে। এরআগে রবিবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের পরিবহন শ্রমিকের মেয়েকে (১৮) প্রায় ৩ মাস আগে পার্শ্ববতী শিতলাবিল গুচ্ছগ্রামে বিয়ে দেয়। বিয়ের পর থেকে ওই নববধূকে বিভিন্নভাবে উত্যক্ত করে হিরোন সেখ। এ বিষয়টি অভিভাবককে জানানো হলে নববধূর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে হিরোন। এ অবস্থায় ২০২৪ সালের ১৪ অক্টোবর দুপুরে ওই নববধূ বাড়ির পাশে মাঠে ছাগল চরানোর জন্য যায়। এ সময় নববধূকে একা পেয়ে ধানক্ষেতের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় হিরোন। তখন নববধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে হিরোন শেখ কৌশলে সটকে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নববধূর বাবা বাদী হয়ে হিরোন সেখের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার পর থেকে হিরোন শেখ পলাতক ছিলেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হিরোন ঘটনার সত্যতা স্বীকার করেছে। দ্রুত সময়ের মধ্যে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
বগুড়া প্রতিনিধি 









