প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৮:১৪ পি.এম
পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা করল চতুর্থ স্ত্রী

চট্টগ্রাম নগরে এক নারীর বিরুদ্ধে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। রবিবার নগরের হালিশহর থানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, না জানিয়ে পঞ্চমবার বিয়ে করায় চতুর্থ স্ত্রী ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুড়ী থানার মইন উদ্দিনের ছেলে। গ্রেপ্তার নূরজাহানের বাড়িও একই জেলায়। তিনি আলাউদ্দিনের সঙ্গে নগরের হালিশহরে থাকতেন।পুলিশ জানায়, কয়েক বছর আগে ওই নারীর সঙ্গে আলাউদ্দিনের বিয়ে হয়।
তারা নগরের হালিশহরে থাকতেন। আলাউদ্দিন কখনো রিকশা চালাতেন কখনো আবার ইটভাটায় কাজ করে সংসার চালাতেন। আগের তিন স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। দেড় মাস আগে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন।
তাকে গ্রামের বাড়িতে রাখেন। বিষয়টি সম্প্রতি জানতে পারেন চতুর্থ স্ত্রী। তা নিয়ে দুজনের মধ্যে কলহ শুরু হয়।
হালিশহর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, শনিবার রাতে তাদের মধ্যে আবার কলহ দেখা দেয়। ভোরের দিকে ক্ষুব্ধ স্ত্রী দা দিয়ে কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন।
এরপর পর লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন তিনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা-ও উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.