
স্টাফ রিপোর্টার
যশোরের শার্শায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে চারজন আওয়ামীলীগ কর্মী ও একজন মানব পাচার মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের ছেলে আওয়ামীলীগ কর্মী খোরশেদ আলম (৫২), একই গ্রামের আব্দুল আলীমের ছেলে রেজাউল ইসলাম (৫১),উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আ: রহিমের ছেলে ওয়াসিম (৪২), একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মশিয়ার রহমান (৪৮) ও মানব পাচার মামলার পরোয়ানা ভূক্ত আসামী পানবুড়ি গ্রামের রহমতুল্লা ফড়ে রহমতের ছেলে হেকমত আলী ফড়ে (৪৫)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন আওয়ামীলীগ কর্মী ও একজন মানব পাচার মামলার পরোয়ানা ভুক্ত আসামি। আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।