সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের কটকা অভয়ারণ্য থেকে পাঁচ জেলে আটক

আটক পাঁচ জেলে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের দুধমুখি নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছেন। এসময় একটি মাছ ধরার ট্রলার ও নিষিদ্ধ ছোট ফাঁসের বেহুন্দি জাল জব্দ করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে অভিযান চালিয়ে বনরক্ষীরা তাদের আটক করেন। আটক জেলেরা হলেন— মো. মিরাজ (৫০), হানিফ মুন্সি (৫০), আল আমিন (৪০), মানিক কাজী (২৫) ও রফিক দেওয়ান (৫০)। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার শোয়েবুর রহমান সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দুধমুখি নদীতে একদল জেলে অবৈধভাবে মাছ শিকার করছেন। খবর পেয়ে বনরক্ষীদের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ট্রলার ও নিষিদ্ধ বেশ কিছু ছোট ফাঁসের বেহুন্দি জাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা সুন্দরবনের জীববৈচিত্র্য ও সামুদ্রিক সম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং যারা আইন অমান্য করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সন্ধ্যায় তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান ফরেস্টার শোয়েবুর রহমান সুমন।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনদস্যুতা ও অবৈধ শিকার প্রতিরোধে বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে অবৈধভাবে মাছ ধরা ও বনজ সম্পদ আহরণের প্রবণতা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

সুন্দরবনের কটকা অভয়ারণ্য থেকে পাঁচ জেলে আটক

প্রকাশের সময় : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের দুধমুখি নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছেন। এসময় একটি মাছ ধরার ট্রলার ও নিষিদ্ধ ছোট ফাঁসের বেহুন্দি জাল জব্দ করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে অভিযান চালিয়ে বনরক্ষীরা তাদের আটক করেন। আটক জেলেরা হলেন— মো. মিরাজ (৫০), হানিফ মুন্সি (৫০), আল আমিন (৪০), মানিক কাজী (২৫) ও রফিক দেওয়ান (৫০)। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার শোয়েবুর রহমান সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দুধমুখি নদীতে একদল জেলে অবৈধভাবে মাছ শিকার করছেন। খবর পেয়ে বনরক্ষীদের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ট্রলার ও নিষিদ্ধ বেশ কিছু ছোট ফাঁসের বেহুন্দি জাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা সুন্দরবনের জীববৈচিত্র্য ও সামুদ্রিক সম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং যারা আইন অমান্য করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সন্ধ্যায় তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান ফরেস্টার শোয়েবুর রহমান সুমন।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনদস্যুতা ও অবৈধ শিকার প্রতিরোধে বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে অবৈধভাবে মাছ ধরা ও বনজ সম্পদ আহরণের প্রবণতা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।