
বেনাপোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে গাতিপাড়া গ্রামে আজ রবিবার (২৭ অক্টোবর) বিকেলে বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ নুরুজ্জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
উক্ত সভায় বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, শার্শা থানা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম, শার্শা থানা কৃষকদলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা থানা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের সভাপতি অরিফুল ইসলাম আরিফ, বিএনপি নেতা আব্দুর রহিম, সাংবাদিক কামাল বিশ্বাস, তবিবর রহমান তবি, মন্টু, রাইটার, মহিউদ্দিন ও জুলু প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সময় এসেছে আমাদের দেশে আইনের শাসন,ন্যায় বিচার, জনগনের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।










