প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৪, ১০:২৩ পি.এম
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বাবু, সম্পাদক জাফর

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনন্দ মুখর পরিবেশে ভোটের মাধ্যমে সদস্যরা তাদের নেতা নির্বাচিত করেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে পূর্বের কমিটির সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক পদে এ এস এম জাফর ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক পদে সুজন মাহমুদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পূর্বে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন পরিচালনার দায়িত্ব দৈনিক মানবজমিন পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সাংবাদিক ইসমাইল হোসেন এবং আশ্রয় প্রতিদিন পত্রিকার যশোর জেলা প্রতিনিধি আঃ জলিল কে দায়িত্ব অর্পণ করা হয়। ৩১ জন সদস্যের মধ্যে ২৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.