
যশোরের শার্শায় নানা আয়োজনে অসাম্প্রদায়িক প্রানের উৎসব উদযাপিত হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার সড়ক গুলোতে গানের সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানান শিল্পীরা।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে র্যালি ও মঙ্গল শোভাযাত্রার বের করা হয়।শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মনজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান সহ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা।
উৎসবে মাতে শিশু-কিশোরসহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ। শেষে পান্তা-ইলিশের পাশাপাশি বিভিন্ন ভর্তা দিয়ে পান্তাসহ বিভিন্ন দেশীয় মুখরোচক খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেনাপোল প্রতিনিধি 









