সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বোরকা পরে নারীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির সময় তরুণ গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বোরকা পরে নারীর ছদ্মবেশে ভিক্ষা করার সময় এক তরুণকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। ওই তরুণ দুবাইয়ের একটি মসজিদের কাছে ভিক্ষা করছিলেন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত ওই আরব তরুণ আবায়া (বোরকা) এবং নেকাবে আচ্ছাদিত হয়ে নারীর ছদ্মবেশে একটি মসজিদের কাছে ভিক্ষা করছিলেন।

গ্রেপ্তার হওয়া ওই তরুণ পুলিশকে জানান, পুরুষদের তুলনায় নারী ভিক্ষুকরা মানুষের কাছে বেশি সহানুভূতি ও সহায়তা পান। সেই কারণে তিনি বোরকা ও আবায়া পরে নারীর ছদ্মবেশে ওই মসজিদের সামনে মুসল্লিদের কাছ থেকে ভিক্ষা করছিলেন।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠিন নিয়ম রয়েছে। তবে অল্প সময়ে অধিক অর্থ উপার্জনের আশায় এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা অনেক সময় সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন। দেশটির আইনশৃঙ্খলাবাহিনী প্রায়ই ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

দুবাই পুলিশের অপরাধ তদন্ত শাখার পরিচালক ব্রিগেডিয়ার আলী সালেম আল-শামসি বলেন, “পবিত্র রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভিক্ষুকরা জনসাধারণের সদিচ্ছাকে কাজে লাগানোর জন্য কী ধরনের কাজ করতে পারে তা এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়েছে। এই ভিক্ষুকরা প্রায়ই মিথ্যা তথ্যের মাধ্যমে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন।

ভিক্ষুকরা যাতে এমন কাজ করতে না পারেন সেজন্য জনসাধারণকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বোরকা পরে নারীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির সময় তরুণ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

বোরকা পরে নারীর ছদ্মবেশে ভিক্ষা করার সময় এক তরুণকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। ওই তরুণ দুবাইয়ের একটি মসজিদের কাছে ভিক্ষা করছিলেন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত ওই আরব তরুণ আবায়া (বোরকা) এবং নেকাবে আচ্ছাদিত হয়ে নারীর ছদ্মবেশে একটি মসজিদের কাছে ভিক্ষা করছিলেন।

গ্রেপ্তার হওয়া ওই তরুণ পুলিশকে জানান, পুরুষদের তুলনায় নারী ভিক্ষুকরা মানুষের কাছে বেশি সহানুভূতি ও সহায়তা পান। সেই কারণে তিনি বোরকা ও আবায়া পরে নারীর ছদ্মবেশে ওই মসজিদের সামনে মুসল্লিদের কাছ থেকে ভিক্ষা করছিলেন।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠিন নিয়ম রয়েছে। তবে অল্প সময়ে অধিক অর্থ উপার্জনের আশায় এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা অনেক সময় সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন। দেশটির আইনশৃঙ্খলাবাহিনী প্রায়ই ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

দুবাই পুলিশের অপরাধ তদন্ত শাখার পরিচালক ব্রিগেডিয়ার আলী সালেম আল-শামসি বলেন, “পবিত্র রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভিক্ষুকরা জনসাধারণের সদিচ্ছাকে কাজে লাগানোর জন্য কী ধরনের কাজ করতে পারে তা এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়েছে। এই ভিক্ষুকরা প্রায়ই মিথ্যা তথ্যের মাধ্যমে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন।

ভিক্ষুকরা যাতে এমন কাজ করতে না পারেন সেজন্য জনসাধারণকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।