প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ৭:২৮ পি.এম
ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যার অভিযোগ উঠেছে ।
১২ মার্চ মঙ্গলবার সকালে তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত জুয়েল মিয়া (৩৫) উপজেলার সদর ইউনিয়নের ঈশ্বর বরুয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ফজু মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সে মানসিক ভারসাম্যহীন, সকালে নিজ বাড়িতেই গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য শহিদুল ইসলাম আত্মহত্যার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ভূরুঙ্গামারি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে হাফ মেন্টাল, তার ভাইও একটা পাগল আছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.