
তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত পৌর শহরের ১নং ওয়ার্ড নামাপাড়া বটতলায় অবস্থিত কবি নজরুল বিদ্যানিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৪ই মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান, এমপি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আব্দুর রেজ্জাক।
কবি নজরুল বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি এটিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কৌতুক অভিনেতা ও সমাজসেবক আব্দুল মতিন (মতি চাচা), নগরচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলী মাষ্টার, ১নং ওয়ার্ড আওয়ামী
লীগের সভাপতি মোঃ আবু রায়হান,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বিএসসি,১নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ সিদ্দিক পলাশ,ইব্রাহিম খলিল, আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতির স্বাগত বক্তব্য প্রদানের পর বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং মানপত্র পাঠ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,বিজ্ঞান শিক্ষক মোঃ ফারহান হোসাইন ও বাংলা শিক্ষক তানিয়া সুলতানা জেরি।
তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহ 









