প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ১০:২৭ পি.এম
বালিয়াডাঙ্গীতে ইটভাটা মালিককে ২লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধের নির্দেশ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধ ভাবে গড়ে উঠা কোন ধরণের বৈধ কাগজ না থাকায় এবং জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে মিরাজ ভাটা নামক এক প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং ভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামে অবস্থিত মিরাজ ভাটায় অভিযান চালিয়ে ভাম্যমান আদালতে জরিমানা করেন বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা।
বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা জানান, আজ বিকেলে মিরাজ ভাটায় অভিযান পরিচালনা করা হয় এসময় মালিকপক্ষ কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে মিরাজ ভাটার মালিক দানেশ আলীকে ২ লাখ টাকা জরিমানা ও ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় তিনি আরও জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যহত থাকবে।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.