
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় রাজবাড়ী হেদায়েত আলী ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় নবীন বরণ বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বাছাই কৃত শিক্ষার্থীদের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এরপর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুরাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ ফারজানা হক । এতে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট খাঁন মোঃ জহুরুল হক, উপাধ্যক্ষ পারভিন সুলতানা সাথী, সিনিয়র শিক্ষক রুমানা আক্রান্ত,ফরিদা ইয়াসমিন, শিরিন আক্তার। এতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রেষ্ট গ্রহণ করেন ফরিদপুর মেডিক্যাল কলেজের সদ্য ভর্তি শিক্ষার্থী কুইন ও কৃতি শিক্ষার্থী এরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌহিদ হাসান।
রাজবাড়ী প্রতিনিধি 









