প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ১০:২১ পি.এম
সিরাজদিখান নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখার উপজেলার পূর্ব শিয়ালদী আদর্শ ক্লাব ও লাইব্রেরীর সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদী আদর্শ ক্লাব ও লাইব্রেরীর আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয় এবং সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যরা।
পূর্ব শিয়ালদী আদর্শ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি মো. মনিরুল ইসলাম বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ডালিম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন, সদস্য সুবীর চক্রবর্তী, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, ইছাপুরা ইউপি সদস্য মোস্তাক আহমেদ মৃধা, বয়রাগাদী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব শিয়ালদী আদর্শ ক্লাব ও লাইব্রেরীর সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রব শেখ, আজীবন সদস্য জুবায়ের আহমেদ, শাহাদাত হোসেন, সদস্য রিফাত আহমেদ দিপ্ত, নাহিন খান প্রমুখ।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.