
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য তাইফুল ইসলাম তালুকদার প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন।
১৭ই (ফেব্রুয়ারী) শনিবার বিকেলে ক্ষেতলাল মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার নিশ্চিন্তা বাজার, বটতলী, মনঝার, চৌমুনি বাজার, লালাগর, ভাসিলা, আলামপুর, কলিঙ্গা, ফুলদিঘি, করিমপুর এলাকা ঘুরে ইটাখোলা বাজারে এসে শেষ হয়। ওই শোভাযাত্রায় উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে প্রায় দেড় হাজার কর্মী ও সমর্থক উপস্থিত হয়ে চেয়ারম্যান প্রার্থী তাইফুল ইসলাম তালুকদারের জনপ্রিয়তার জানান দেন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী তাইফুল ইসলাম তালুকদার বলেন, আমি পূর্বেও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। জনগণের জন্য যথেষ্ট কাজ করেছি। এবার নির্বাচনেও আমি চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত মাঠে থাকবো। আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার পাশাপাশি আজ মোটরসাইকেল শোভাযাত্রা করেছি। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেছে। আমি আশাবাদী সকল ভেদাভেদ ভুলে সাধারণ মানুষ আগামী উপজেলা নির্বাচনে আবারো আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে মানুষের মাঝে থেকে তাদের পক্ষে কাজ করবো।
শোভাযাত্রায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দেড় হাজার সমর্থক উপস্থিত ছিলেন।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 









