প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৯:২২ পি.এম
পঞ্চগড়ে সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস গ্রুপের সাধারণ সভা

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার কার্যালয়ে ফ্রেন্ডস গ্রুপের সভাপতি নাসিরুল হক নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ নিলুফা ইয়াসমিন।এছাড়াও ফ্রেন্ডস গ্রুপের সাধারণ সম্পাদক নুর আলম সবুজ, সহসভাপতি মোঃ লিটন রানা,লিটন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আজ ও আগামীর পথে আমরা স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সেবামূলক কর্মসূচীর উদ্দেশ্যে ২০২১ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাকাল থেকে তীব্র শীতে জুবুথুবু ছিন্নমূল মানুষের পাশে দাড়াতে শীতবস্ত্র বিতরণ,ব্লাড ডোনেশন সহ বিভিন্ন জনসেবা মূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাড়াতে নিরলস পরিশ্রম করছে সংগঠনটির নেতৃবৃন্দরা।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.