প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ৮:১৮ পি.এম
শ্রীনগরে শত্রুতার জেরে যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে মারুফ হোসেন নামে এক যুবককে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত যুবক হাতারপাড়া (সবুজ গ্রাম) গ্রামের আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে আলভি শেখ (২২)। গত রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নের হাতারপাড়া সবুজ গ্রাম জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মারধরের শিকার ভুক্তভোগী মারুফ হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ মারুফ হোসেন ও অভিযুক্ত আলভি শেখ একই গ্রামের বাসিন্দা ও তারা প্রতিবেশী। তাদের দুজনের সাথে ভাঙারীর ব্যবসার টাকা পয়সা নিয়ে বেশ কয়েক দিন ধরে বিরোধ চলে। এরই জেরে গত রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নের হাতারপাড়া সবুজ গ্রাম জামে মসজিদ এলাকায় অভিযুক্ত আলভি শেখ মারুফ হোসেনকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। শেখ মারুফ তার গালিগালাজের প্রতিবাদ করলে মারুফের হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে মারুফ হোসেনের মাথা লক্ষ করে কোপ দিলে উক্ত কোপ তার মাথার বাম পাশে লেগে গুরুতর রক্তাক্ত ও যখম হয়। মারুফের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মারুফ বিষয়টি নিয়ে থানা পুলিশ কিংবা বাড়াবাড়ি করলে খুন ও জখমের হুমকি প্রদান করে চলে যায়। পরে উপস্থিত লোকজন, গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
অভিযুক্ত আলভি শেখের কাছে এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, ও আমার ভালো বন্ধু আমি ওর কাছে টাকা পাইতাম টাকা চাওয়ার এক পর্যায়ে ওর হাতে থাকা চাপাতির আঘাতে ও ব্যথা পায় আমি ওকে মারিনি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি , তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.