প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৮:২১ পি.এম
মুন্সীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রতিবাদে ঝাড়ু মিছিল

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
আধিপত্য টিকিয়ে রাখতে মুন্সীগঞ্জে মিথ্যা মামলা ও বিভিন্ন ভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুর ১২ টার দিনে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় এসব কর্মসূচিত পালিত হয়। সর্বস্থরের মানুষের আয়োজনে এসব কর্মসূচিতে পশ্চিম মুক্তারপুরের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনকারীরা বলেন,আধিপত্য বিস্তারের লক্ষে সাবেক বিএনপি নেতা ও বর্তমানে নব্য আওয়ামীলীগার পশ্চিম মুক্তারপুরের বাসিন্দা শাহ আলম ও তার ছোট ভাই তারমিন গংরা বিভিন্ন ভাবে এলাকার সাধারণ মানুষদের মিথ্যা মামলা সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মামলা হামলার শিকার হচ্ছে। ইতিমধ্যে সদর উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইসমাই হোসেনকে মারধর করে তার বিরুদ্ধে একাধিক মামলা মামলা দায়ের করেছে৷ এছাড়াও এলাকার বিভিন্ন যুবকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে শাহআলম ও তারমিন গংরা।
এসময় তারা আরো বলেন শাহ আলম ও তারমিন গংরা এলাকায় আধিপত্য টিকিয়ে রাখতে তাদের বিরোধীদের দমনের লক্ষে মামলা-হামলা সহ বিভিন্ন ভাবে অত্যাচার চালিয়ে আসছে। এসময় তারা এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে মামলা বাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.