প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৭:৫৪ পি.এম
ক্ষেতলালে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
"এসো, সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষার্থীদের সাথে ইন্টারনেটের অপব্যবহার, সাইবার বুলিং, মোবাইল গেমে আসক্তি, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ক্ষেতলাল উপজেলার ইটাখোলা উচ্চ বিদ্যালয়ে সেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএএম আসাদুর রবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, সুজাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের রক্তদান বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, সদস্য আল আমিন, সিরাজ মন্ডল।
মতবিনিময়কালে ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমাতুজ জহুরা, মোহসিনা আক্তার, মৌ আক্তার যুথিসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে ওসি আনোয়ার হোসেন সেসব সমস্যা সমাধানের উপায় বলে দেন এবং সার্বিক সহযোগিতার আচ্ছাস দেন।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.