প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৪, ৭:৩৬ পি.এম
মুন্সীগঞ্জে শমসের আলম ভুঁইয়া ফাউন্ডেশনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শমসের আলম ভুঁইয়া ফাউন্ডেশনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কাঠাতলী গ্রামের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জৈনসার ইউনিয়ন রাজানগর ইউনিয়ন দলকে হারিয়ে জৈনসার ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মহিউদ্দিন আহমেদ।
শমসের ভুঁইয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল আলম ভুঁইয়া অনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও শমসের আলম ভুঁইয়া ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সাহিদুর রহমান টেপা, শমসের আলম ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন চোকদার, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এইচ এম জহিরুল ইসলাম লিটু।
আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন শমশের আলম ভূঁইয়া ফাউন্ডেশনের পরিচালক সাইফুল আলম ভূঁইয়া অপু, জুবেরা রহমান, জোহাইনা সাইদা কামাল।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের পরিচালক সাফিন সিদ্দিক শিপলু আশফাক আহমেদ।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.