
স্টাফ রিপোর্টার
বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ৮ জন পরোয়ানাভুক্ত আসামিসহ ৯ জনকে আটক করেছে পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোলের দৌলতপুর গ্রামের মোসলেম আলীর ছেলে কোরবান আলী (৪৫), শিকড়ী গ্রামের শওকত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৯), সাদীপুর গ্রামের ইনতাজুরের ছেলে ইমরান(২৪), ভবেরবেড় গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহেল শেখ (২৬), সাদীপুর গ্রামের নায়েব আলীর ছেলে শাওন (৩৭), শিকড়ী (পীরবাড়ি) গ্রামের সিদ্দিক আলীর ছেলে আনিছুর রহমান (৩৫), ভবেরবেড় গ্রামের মৃত সামছুরের ছেলে আবুল বাশার (৩৮), কাগমারী গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৮) ও সাদীপুর গ্রামের আলম ফকিরের ছেলে মিরাজ (২১)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আটক আসামিরা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত হওয়ায় তাদেরকে আজ যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 









