মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ফিরে যাচ্ছেন ইজতেমায় আসা মুসল্লিরা

ভারতে ফিরে যাচ্ছেন ইজতেমায় আসা মুসল্লিরা

বেনাপোল প্রতিনিধি 

গাজীপুরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বে প্রতিবেশী দেশ ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে শুরু করেন তারা।

বন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, টঙ্গীর তুরাগ নদীর তীরে গত বৃহস্পতিবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় অংশ নিতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিপুল সংখ্যক মুসল্লি বাংলাদেশে আসেন। গতকাল রবিবার আখেরি মোনাজাত শেষে এ পর্বে আগত মুসল্লিরা বাড়ি ফেরার জন্য ময়দান ত্যাগ করেছেন।

আজ সকাল থেকে ভারতীয় মুসল্লিদের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ইজতেমায় অংশ নেওয়া ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে। বাংলাদেশ থেকে যাত্রার সময় তাদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য অতিরিক্ত ডেস্ক ও কর্মকর্তা বাড়ানো হয়েছে।

ট্যাগ :

শার্শার বাগআঁচড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মাহফিল 

ভারতে ফিরে যাচ্ছেন ইজতেমায় আসা মুসল্লিরা

প্রকাশের সময় : ০৭:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

বেনাপোল প্রতিনিধি 

গাজীপুরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বে প্রতিবেশী দেশ ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে শুরু করেন তারা।

বন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, টঙ্গীর তুরাগ নদীর তীরে গত বৃহস্পতিবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় অংশ নিতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিপুল সংখ্যক মুসল্লি বাংলাদেশে আসেন। গতকাল রবিবার আখেরি মোনাজাত শেষে এ পর্বে আগত মুসল্লিরা বাড়ি ফেরার জন্য ময়দান ত্যাগ করেছেন।

আজ সকাল থেকে ভারতীয় মুসল্লিদের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ইজতেমায় অংশ নেওয়া ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে। বাংলাদেশ থেকে যাত্রার সময় তাদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য অতিরিক্ত ডেস্ক ও কর্মকর্তা বাড়ানো হয়েছে।