
বেনাপোল প্রতিনিধি
অবৈধ পথে দুই বছর আগে ভারত গিয়ে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল দুই বাংলাদেশি নারী।
গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা দুই নারী হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সোহরাব হোসেনের মেয়ে সিমা আক্তার (২৭) ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার আজিজুর গাজীর মেয়ে মারুফা খাতুন (২৮)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে গতকাল সন্ধ্যার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, দুই বছর আগে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় তারা ভারতে যায়। এসময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। সেখানে সাজাভোগের পর গতকাল তারা দেশে ফিরে এসেছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।