প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৪, ৬:৪১ পি.এম
ফিলোসফি কালচারাল ক্লাবের নেতৃত্বে পায়েল-বাদশা

জবি প্রতিনিধি
ফিলোসফি কালচারাল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জেরিন পায়েল এবং মোঃ শাহজাহান বাদশা।
রবিবার (২৮ জানুয়ারি) ফিলোসফি কালচারাল ক্লাব (পিসিসি) এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত পিসিসি এর বর্তমান মডারেটর জনাব মোঃ জসিম খান ১৫ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রদান করেন।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাফা আক্তার নোলক, এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রাত্রি বিশ্বাস।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন পারভেজ রানা প্রান্ত, দপ্তর সম্পাদক হিসেবে আমিনুর রহমান, অর্থ সম্পাদক তিথী মিত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাইমুর হাসান নিরব, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান ইমা।
এছাড়া ও কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তরা সরকার, নাঈম ইসলাম, অন্তর কুমার, তাসমিয়া আক্তার, আশালতা রায় মৌ, মেঘা সাহা দায়িত্ব পালন করবেন।
সংগঠনটির নতুন গঠিত কমিটির সভাপতি ইসরাত জাহান পায়েল বলেন, ছাত্র ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়াই আমাদের আমাদের মূল লক্ষ্য।
এ ছাড়াও বিগত দিনে আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছি। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যাবে ফিলোসোফি কালচারাল ক্লাব এটিই আমার প্রত্যাশা।
কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান বাদশা বলেন, সাংস্কৃতিক ক্লাবের দীর্ঘ পথচলায় সঙ্গী হতে পেরে আমি উচ্ছাসিত। আশা করি সাংস্কৃতিক ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং শিক্ষার্থীরা যেন সাংস্কৃতিক মননচর্চায় উদ্বুদ্ধ হয় সেই লক্ষ্যে কাজ করা হবে। সবার স্বতঃফূর্ত অংশগ্রহণ ক্লাবটিকে আরো উৎফুল্ল করে তুলবে বলে আমি প্রত্যাশা করছি।
ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মো. জসিম খান বলেন, পূর্বের কমিটির হাত ধরে সংগঠনটি সমৃদ্ধশালী হয়েছে। সুতরাং নতুন কমিটির কাছে আমার একই প্রত্যাশা থাকবে সুন্দরভাবে এই কমিটি দায়িত্ব পালন করবে। নতুন কমিটিতে যারা পদ পায়নি তাদের মন খারাপের কিছু নেই। আর যারা পদ পেয়েছে তাদেরও অহংকার করার কিছু নেই। বরং যারা কমিটিতে এসেছে তাদের উপর আরো দায়িত্ব বেড়ে গিয়েছে। আশাকরি বিভাগের সাংস্কৃতিক কার্যক্রম গতিশীল হবে।
বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে প্রিয় ফিলোসফি কালচারাল ক্লাব বহুদূর এগিয়ে যাক সেই কামনা রইল।
ছাত্র ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম ফিলোসফি কালচারাল ক্লাব। সংগঠনটি ২০১৯ সালে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তাদের কার্যক্রম শুরু করে। ধারাবাহিকভাবে তারা বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.