প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৪, ৭:৩০ পি.এম
ঝিকরগাছায় দ্রুতগতির ইজিবাইক কেড়ে নিল শিশুর প্রাণ

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের চাপায় মাহিম হোসেন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের প্রবাসি আলামিন হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু মাহিম খেলতে খেলতে রাস্তায় চলে গেলে। ওই সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দিলে বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কথা বলে। পরে অবস্থা আরো অবনতি হলে ঢাকায় নেওয়ার পথেই মারা যায় শিশুটি।
জানা যায়, ওই ইজিবাইক চালক উপজেলার চাঁপাতলা গ্রামের বাসিন্দা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহতের খবর শুনেছি। তবে এঘটনায় নিহত শিশুর পরিবার থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.