প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৩, ৫:৫১ পি.এম
শ্রীনগরে মাহী বি চৌধুরী নির্বাচনী প্রচারণা

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
গতকাল রবিবার সন্ধ্যা ছয়টায় শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নে বাড়ৈগাঁও বাজারে মুন্সীগঞ্জে ১ -আসনের বিকল্প ধারার কুলা মার্কার প্রার্থী মাহী বি চৌধুরী নির্বাচনী গণসংযোগ করে।
এ সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিকল্প যুবধারার সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি,শ্রীনগর উপজেলা শাখার বিকল্প যুবধারা আহবায়ক মোঃ৷ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক শামিম হোসেন, বিপ্লব ,বিকল্প যুব ধারার শ্রীনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাদিম, আটপাড়া ইউনিয়ন বিকল্প যুব ধারার আব্বায়ক শাহিন মাদবর, উপজেলা বিকল্প যুব ধরার সদস্য লিমন,তাজুল ইসলাম বিদ্যুৎ ও বিকল্প যুবধারার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মাহী বি চৌধুরী বলেন, আমি কারো বিরুদ্ধে নির্বাচন করছিনা আমি নির্বাচন করছি মুন্সিগঞ্জের -১ আসনের মানুষের জন্য।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.