প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ৮:৫২ পি.এম
নবলোকের উদ্যোগে সিপিপি লিডারদের সক্ষমতাবৃদ্ধির লক্ষ্যে ১ দিনের প্রশিক্ষণ

মারুফ বাবু, মোংলা প্রতিনিধি
মোংলায় নবলোকের উদ্যোগে ০১ দিনের শীর্ষক প্রশিক্ষণ আয়োজন করা হয়।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহযোগিতায়,ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)এর অর্থায়নে ও নবলোক পরিষদ এর বাস্তবায়নে মঙ্গলবার ১ দিন (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় থেকে বিকাল ৪ টা পর্যন্ত মিঠাখালী ইউনিয়ন পরিষদে (পিপিইপিপি-ইইউ)প্রকল্প "খানা ও কমিউনিটি পর্যায়ে একীভূত দুর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রস্তুতি" নবলোক পরিষদের শীর্ষক প্রশিক্ষণ আয়োজন করা হয়,নবলোক পরিষদের প্রশিক্ষণের আয়োজনে বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন যেমন ইউপি সদস্য,সাংবাদিক,সিপিপির সদস্য।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খশরু মঈন তানভীর আহমেদ,সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার(কমিউনিটি মোবিলাইজেশন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান(প্রকল্প সমন্বয়কারী) আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সিপিপির টিম লিডার আনোয়ারুল ইসলাম রিপন মোংলা উপজেলা মহিলা ডিপুটি টিম লিডার রওশানারা কেয়া,টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন)মোঃ ইসমাইল হোসেন,সহকারী টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মোঃ রাশেদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন মো: জুবাইর হোসেন ও রওশনারা কেয়া।সকল সদস্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পর্কে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রতুশ্রুতি দেন।নবলোক মোংলা ও মোড়েলগঞ্জ এ ৩টি উপজেলায় মোট ৬টি ইউনিয়ন নিয়ে কাজ করে।আমাদেরকে ঘূর্ণিঝড় ও দুর্যোগের বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ মতামত দেন ও বসতবাড়িতে মাঁচা পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন,ত্রিস্তরে সবজি চাষ,মিশ্র মাছ চাষ,ভেটকি চাষ,লেয়ার পালন,ছাগল পালন,পোনা উদ্যোগতা তৈরি,মোবাইল সার্ভিসিং ট্রেনিং,সেলাই মেশিন ট্রেনিং ও প্রাণী সম্পদ ট্রেনিংসহ উন্নয়ন মূলক বিভিন্ন প্রশিক্ষণ ও মতামত দিয়ে থাকেন।অনুষ্ঠানে নবলোকের কার্যক্রম বিষয়ে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন এবং এ কার্যক্রম চলমান রাখার বিষয়ে তিনি পরামর্শ দেন,০১দিনের শীর্ষক প্রশিক্ষণে নবলোক পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবং প্রশিক্ষণের শেষে খাবার টি শার্ট ও ব্যাগ বিতারন করেন।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.