
রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনের চূড়ান্ত ১১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান প্রার্থীদের হাতে যার যার প্রতীক তুলে দেন।
রাজবাড়ী-১ আসনে প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী ডি এম মজিবর রহমান (সোনালি আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার (ঈগল)।
রাজবাড়ী-২ আসনে প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক (ঈগল), জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল), তৃণমূল বিএনপির এস এম ফজলুল হক (সোনালি আঁশ), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আব্দুল মতিন মিয়া (মশাল) ও মুক্তিজোটের মো. আব্দুল মালেক মণ্ডল (ছড়ি)।
রাজবাড়ী প্রতিনিধি 









