
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিনএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে মসজিদের এক ইমাম নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে সিরাজিখান উপজেলা বালুচর ইউনিয়নের মোল্লাচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আব্দুল ওহাব খান সুমন (৪৩)। সে উপজেলার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর বড় মসজিদের ইমাম ও খতিব ছিলেন। সুমন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের স্পানিচর গ্রামের মৃত মোবারক আলী খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, সুমনের মা অসুস্থ বিধায় মাকে দেখার জন্য ফজর নামাজ পড়েই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে বালুচর ইউনিয়নের মোল্লাচর বাজারে আসলে সিনএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় সুমন। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে মারা যাযন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন জানান, সকাল দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি।
সিরাজদিখান থানার এসআই নিজাম জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। মূলত সিনএনজি চালক অতিরিক্ত গতিতে সটিকভাবে গাড়ি না চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। সিএনজির চালক থানা পুলিশের হেফাজতে আছে।
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি 









