
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের পদ্মা শাখা নদীতে ট্রলারডুবি ঘটনায় দুইজন এখনো নিখোঁজ রয়েছে।
তারা হলেন, ঢাকার ধানমন্ডি এলাকার মাহফুজুর রহমান ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন অর রশিদ (৫২)।
গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ছয়টায় দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের নগরজোয়ার ঘাট হইতে ৫০০ মিটার পূর্বদিকে পদ্মা শাখা নদীর মধ্যে এ দূর্ঘটনা ঘটে। আজ রবিবার উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। তবে এখনো নিখোঁজ দু’জনের সন্ধান মিলেনি।
একটি যাত্রীবাহি ট্রলার ৩৫/৪০ জন লোক নিয়ে হাসাইল বাজারে আসার পথে নগরজোয়ার ঘাট হইতে ৫০০ মি নদীর মাঝে একটি বাল্কহেড ধাক্কা দিলে ট্রলারটি যাত্রী সহ ডুবে যায়। পুলিশ, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিস খবর পেযে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু করে। গতকাল রাতে ডুবে যাওয়া ট্রলার থেকে যাত্রী ফাইজা (৬), শিপা(১৫) দুজনের মৃত দেহ উদ্ধার করে এবং শাফিন(১৮) কে আহত অবস্থায় টংগীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফাইজা (৬), নারায়নগঞ্জের ফতুল্লা থানার গলগন কাশিপুর এলাকার ফারুক হোসেনের মেয়ে এবং শিপা(১৫) সে টঙ্গীবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী ইউনিয়নের মান্দ্রা গ্রামের নজরুল বেপারির মেয়ে। এছাড়া শাফিন(১৮) সে নজরুল বেপারীর ছেলে। তাকে জীবিত উদ্ধার নজরুল বেপারীর মেয়ে এছাড়া শাফিন ১৮ সে নজরুল বেপারীর ছেলে করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাল্কহেড আটক করলেও কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান- টঙ্গিবাড়ি) সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত।
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি 









