প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৩, ৯:১৩ পি.এম
শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শার্শা (যশোর )প্রতিনিধি।।
যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শহীদদের মাজারে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মন্ঞ্জু ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার মেয়র নাছির উদ্দিন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, শার্শা থানার তদন্ত(ওসি) মিলন কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লাল্টু মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.