প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৩, ৮:১২ পি.এম
ভারী বর্ষণে ইটভাটার ব্যাপক ক্ষতি, হাজারো শ্রমিক বেকার

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
ঘূর্নিঝড় মিগজাউনের প্রভাবে টানা দুই দিনের ভারী বর্ষণে মুন্সীগঞ্জের ৬০ টি ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট নষ্ট হয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ কারণে ৬০ টি ইটভাটার হাজারো শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যে জেলার সিরাজদিখান উপজেলায় ইট ভাটা সবচেয়ে বেশি। এখানে ৫০ টি ইট ভাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে বালুচরের নুর ব্রিক্স ও মোল্লা ব্রিক্স এ ক্ষতির পরিমাণ বেশি।
এসব ইটভাটার মালিক ও ম্যানেজাররা জানান, তৈরী কাঁচা ইট নষ্ট হয়ে ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকার মোল্লা বিক্সস ও নুর বিক্সসসহ বেশকটি ইটভাটায় দুদিনের টানা বৃষ্টির ফলে এসব ইট পোড়ানোর জন্য প্রস্তুত ইটগুলো নষ্ট হয়ে গেছে।আর এসব ইটভাটার কর্মরত শ্রমিকরা কাজ না করতে পেরে মানবেতর জীবনযাপন করছেন।
ন্যশনাল ব্রিক্সস এর মালিক ও মুন্সীগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ নাসির উদ্দীন মোল্লা মেম্বার জানান, গেলো দুদিনের টানা বৃষ্টিতে একেকটি ইটভাটার প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সব মিলিয়ে ৭ কোটি টাকার ক্ষতির স্বীকার হয়েছে ব্যাবসায়ীরা।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.