
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৮৫ যশোর-১ (শার্শা) আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিলেন তাঁরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন, আওয়ামীলীগের স্বতন্ত্র হিসেবে সোহরাব হোসেন, স্বতন্ত্র হিসেবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুল হাসান, জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহম্মেদ বলেন, ৮৫ যশোর-১ আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ৫জন প্রার্থী শার্শা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল করেছেন। আর নাজমুল হাসান (স্বতন্ত্র, আওয়ামীলীগ) যশোর ডিসি অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
শার্শা (যশোর) প্রতিনিধি 









