
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশে খুলনার তিন হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুর ৩ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীন আরেফিনের কাছে তারা এই মনোনয়নপত্র জমা দেন।
দুপুর ৩টায় খুলনা-২আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সেখ সালাউদ্দিন জুয়েল মনোয়নপত্র জমা দেন, সোয়া ৩ টায় খুলনা-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদক এস এম কামাল হোসেন মনোয়নপত্র জমা দেন। এবং সাড়ে ৩ টায় খুলনা-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন- খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনার রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, শিউলি সরোয়ার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মোতালেব হোসেন প্রমুখ।