সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে আনসার সদস্য লাঞ্ছিত’র সেই ঘটনা এখনো সুরাহা হয়নি

শার্শা (যশোর) প্রতিনিধি।।

গত (২ নভেম্বর) বেনাপোলের আন্তর্জাতিক প‍্যাসেঞ্জার টার্মিনালে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তারের স্বামীর হাতে আনসার সদস্য লাঞ্চিত হওয়ার ঘটনা এখনো সুরাহা হয়নি।

ঘটনার শুরু থেকেই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিষয়টি ভিন্নখাতে নেওয়ার বিভিন্ন অপপ্রচেষ্টা করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় গোপনে সাদা কাগজে আনসার সদস‍্যদের স্বাক্ষর গ্রহণ করেছেন। ঘটনার শুরু থেকে তিনি স্থলবন্দরের পিসি শামসুর রহমান কে ও লাঞ্চিত আনসার সদস‍্য মিল্টনকে অভিযোগ পত্রটি উঠিয়ে নেওয়ার জন‍্য চাপ সৃষ্টি করছেন। উক্ত ঘটনার তদন্তে গঠিত কমিটির এক সদস্য নিয়মিত আনসার সদস‍্য মিল্টনকে ভয়ভীতি দেখিয়েছে অভিযোগ প্রত‍্যাহারের জন‍্য বলে জানা যায়।

সর্বশেষ শাহিনা আক্তার গত সপ্তাহে ঐ আনসার সদস্যকে অভিযোগ না প্রত‍্যাহার করায় কালো তালিকাভুক্ত করার হুমকি দেন। বিষয়টি ক‍্যাম্পে জানাজানি হলে আনসার সদস‍্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে কিন্তু অফিসারের ভয়ে কেউ মুখ খুলছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক আনসার ক‍্যাম্পের এক এপিসি বলেন, গত দুই মাস যাবত আমরা খুব খারাপ সময় পার করছি বন্দর একটি ঝুঁকিপূর্ণ জায়গা প্রতিদিন বিভিন্ন সমস্যা থাকে বতর্মানে মহিলা অফিসার হওয়ায় তিনি কোন সমস‍্যা সমাধান করতে পারেন না। রাতে চোর আটক করলে সারা রাত নিয়ে বসে থাকতে হয়, বর্তমানে বন্দরের লেবার, ট্রাক ড্রাইভার আনসার সদস‍্যদের সাথে দূর্ব‍্যাবহার করে। আমরা পোশাকের চাকরি করি বর্তমান স‍্যারের স্বামী তার জোরে পোশাকের অপমান করলো অথচ কোন বিচার হল না যা খুবই দুঃখজনক।

ট্যাগ :

শার্শাের বাগআঁচড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মাহফিল 

বেনাপোলে আনসার সদস্য লাঞ্ছিত’র সেই ঘটনা এখনো সুরাহা হয়নি

প্রকাশের সময় : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

শার্শা (যশোর) প্রতিনিধি।।

গত (২ নভেম্বর) বেনাপোলের আন্তর্জাতিক প‍্যাসেঞ্জার টার্মিনালে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তারের স্বামীর হাতে আনসার সদস্য লাঞ্চিত হওয়ার ঘটনা এখনো সুরাহা হয়নি।

ঘটনার শুরু থেকেই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিষয়টি ভিন্নখাতে নেওয়ার বিভিন্ন অপপ্রচেষ্টা করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় গোপনে সাদা কাগজে আনসার সদস‍্যদের স্বাক্ষর গ্রহণ করেছেন। ঘটনার শুরু থেকে তিনি স্থলবন্দরের পিসি শামসুর রহমান কে ও লাঞ্চিত আনসার সদস‍্য মিল্টনকে অভিযোগ পত্রটি উঠিয়ে নেওয়ার জন‍্য চাপ সৃষ্টি করছেন। উক্ত ঘটনার তদন্তে গঠিত কমিটির এক সদস্য নিয়মিত আনসার সদস‍্য মিল্টনকে ভয়ভীতি দেখিয়েছে অভিযোগ প্রত‍্যাহারের জন‍্য বলে জানা যায়।

সর্বশেষ শাহিনা আক্তার গত সপ্তাহে ঐ আনসার সদস্যকে অভিযোগ না প্রত‍্যাহার করায় কালো তালিকাভুক্ত করার হুমকি দেন। বিষয়টি ক‍্যাম্পে জানাজানি হলে আনসার সদস‍্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে কিন্তু অফিসারের ভয়ে কেউ মুখ খুলছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক আনসার ক‍্যাম্পের এক এপিসি বলেন, গত দুই মাস যাবত আমরা খুব খারাপ সময় পার করছি বন্দর একটি ঝুঁকিপূর্ণ জায়গা প্রতিদিন বিভিন্ন সমস্যা থাকে বতর্মানে মহিলা অফিসার হওয়ায় তিনি কোন সমস‍্যা সমাধান করতে পারেন না। রাতে চোর আটক করলে সারা রাত নিয়ে বসে থাকতে হয়, বর্তমানে বন্দরের লেবার, ট্রাক ড্রাইভার আনসার সদস‍্যদের সাথে দূর্ব‍্যাবহার করে। আমরা পোশাকের চাকরি করি বর্তমান স‍্যারের স্বামী তার জোরে পোশাকের অপমান করলো অথচ কোন বিচার হল না যা খুবই দুঃখজনক।