প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৩, ৮:৩৪ পি.এম
আন্ধারমানিক নদীতে অর্ধগলিত ২ মৃতদেহ উদ্ধার

পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নদীর চরে পড়ে থাকা দুইটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিমজোনের একটি টহলদল।
কোস্টগার্ড পশ্চিমজোন সুত্রে জানাযায়, সোমবার(২০ নভেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিমজোনের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নিয়মিত টহল দেওয়ার সময় সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় নদীর কুলে দুইটি মৃতদেহ দেখতে পায়।এসময় জাহাজে থাকা কোস্টগার্ড সদস্যরা মৃতদেহ দুইটি উদ্ধার করে।পরে মৃতদেহ গুলো বিকালে সুন্দরবন সংলগ্ন মোংলার চাঁদপাই নৌ থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।
চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ জানান,কোস্টগার্ড কতৃক ২টি অর্ধগলিত মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করেছেন।নৌ পুলিশ কতৃক মৃতদেহ গুলোর সুরতহাল রির্পোট প্রস্তুত করা হচ্ছে।এর পর উর্দ্ধোতন কতৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।পুলিশ এই কর্মকর্তা জানান,উদ্ধার হওয়া মৃতদেহ ২টি ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া কোন জেলের লাশ হয়তো হতে পারে।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.