
রাজবাড়ীতে ট্রাকচাপায় মেহেদী প্রামাণিক (২০) নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাবলিক হেলথ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী প্রামাণিক রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামের আবজাল প্রামাণিকের ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানিতে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, বিকেলে পাবলিক হেলথ মোড়ে ওই যুবক বাইসাইকেল নিয়ে রাস্তা পার হতে যান। এ সময় গোয়ালন্দ মোড়ের দিক থেকে বড়পুলের দিকে আসা ১০ চাকার একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।’
রাজবাড়ী প্রতিনিধি 









