প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ৫:৩১ পি.এম
বেনাপোলে স্বর্ণের বার ও হুন্ডির টাকাসহ আটক ১

যশোরের বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে (২৩৪ গ্রাম ওজন) ২টি স্বর্ণের বার ও হুন্ডির টাকাসহ ইয়ামিন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টার দিকে স্বর্ণের বার, বাংলাদেশি নগদ টাকা ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
আটক ইয়ামিন বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মাদক সম্রাট বাদশা মিয়ার ছেলে।
বিজিবি জানায়, সোমবার বিকালে (যশোর ৪৯ বিজিবি) এর আমড়াখালি চেকপোষ্টে নিয়মিত গাড়ি তল্লাশির অংশ হিসেবে এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশির সময় মোটরসাইকেলের সিটের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার, ২ টি মোবাইল ও বাংলাদেশি নগদ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা। নগদ টাকা, মোবাইল ও মোটরসাইকেলসহ সর্বমোট মূল্য ৩৭ লাখ ১৬ হাজার টাকা।
আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত মালামাল ট্রেজারিতে জমা দেওয়া হয়।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.