
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আলতাফ হোসেন।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।

আরও বক্তব্য রাখেন, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুনর রশীদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতা মোস্তফা হাসান ফিরোজ, প্রবীণ আওয়ামী নেতা আবুল শিকদার, ঝিকরগাছা উপজেলার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মাহবুর হাসান রবি, ৪ং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, রঘুনাথপুর বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাসানুজ্জামান (মাষ্টার), যুবলীগ নেতা আব্দুর রহমান বাবু ও শ্রমিক লীগ নেতা মহাসিন খান প্রমূখ।