
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর ও শান্তিপুর গ্রামের মধ্যবর্তী মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছে। রবিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো হরিপুর গ্রামের সাহাজুল মিয়ার ছেলে পলাশ মিয়া (১৬) এবং শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে তোয়াছিন আহমদ।
জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী জানান, বৈশাখী ধান কাটা শেষে এলাকার যুবকরা প্রতিদিন বিকেলে এলাকার বিভিন্ন মাঠে ফুটবল খেলে।
রবিবার বিকেলে এলাকার যুবকরা হরিপুর-শান্তিপুর গ্রামের মধ্যবর্তী মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় বজ্রপাতে পলাশ ও তোয়াছিন আহমদ ঘটনাস্থলেই মারা যায়। এরপর অন্য খেলোয়াড়রা ভয় পেয়ে খেলা বন্ধ করে দেয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, দুজনই ঘটনাস্থলে মারা গেছে।