প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৩, ৭:৩৬ পি.এম
রাজবাড়ীতে হিরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

মেহেদী হাসান, রাজবাড়ী।। রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ শাহিন কে ১৬৩ গ্রাম হিরোইন ও ৯৬ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সদস্যরা।
জানা যায়, শনিবার (৬ মে) রাত ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাজার এলাকার পান্নু মোল্লার বাড়ীর ভাড়াটিয়া শেখ শাহিনের শয়ন কক্ষের সোফারফোমের নিচ থেকে এসব হিরোইন ও ইয়াবা জব্দ করা হয়।
শেখ শাহিন দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লাপাড়া গ্রামের মৃত আক্কাস সেখের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের অস্ত্র মামলা, মাদক মামলাসহ ৪ টি মামলা রয়েছে। তিনি একজন পেশাদারী মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানান।শেখ শাহিন এর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আলামত সহ বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
রবিবার (৭ মে) সকাল ১১ টায় গোয়ালন্দ ঘাট থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিসা জামান, শাহিন কে উপজেলা শাখার সহসভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন শাখার যুগ্ন সাধারণ সম্পাদক এর পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.